রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন, এবার বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করা যাবে
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৫২: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে কর্মচারীরা সহজ প্রক্রিয়ায় তাঁদের বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন। সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও কর্মচারী যদি নিজের বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, তবে তাঁকে নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে পারবেন কর্মী।
অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সম্পর্কিত জেলাস্তরের তথ্য এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে। ব্লক পর্যায় থেকে জেলা স্তর- সমস্ত সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে বলা হয়েছে। এরজন্য সরকার নতুন অনলাইন মডিউল চালু করেছে।
নবান্নের একটি সূত্রের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকার অর্থের ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহি আরও স্পষ্ট হবে। সরকারি কর্মীরাও তাদের সুবিধে মত ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ব্যবহার করতে পারবেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে স্থায়ী কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি। সরকারি সাহায্যপ্রাপ্ত, অনুমোদিত এবং সরকারপোষিত স্কুলশিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার। পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং সরকারপোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় ১ লক্ষ। সব মিলিয়ে প্রায় সাত লক্ষ ৩০ হাজারের বেশি। এই বিরাট সংখ্যায় সরকারি কর্মচারীরা এই নতুন নিয়মের সুবিধা পাবেন।