দিশাহীন বাজেটের ব্যর্থতা ঢাকতে বাংলায় ইতিবাচক প্রচারের নির্দেশ নাড্ডার

দিল্লি থেকে পাঠানো এই নির্দেশে বলা হয়েছে, বাজেটের ভালো দিকগুলিকে নিয়ে স্থানীয় স্তরে নিবিড় প্রচার চালাতে হবে। ব্লক স্তর থেকে রাজ্যস্তরে দলীয় পদাধিকারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

February 2, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

শিয়রে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। চাপে পড়ে কৃষি আইন প্রত্যাহারের পর কড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। তারই মাঝে চলে এল বাজেট। ওয়াকিবহাল মহলের মতে, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নির্মলা সীতারামনের আগামীর আর্থিক দিশা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, আতস কাঁচ দিয়ে বাজেটের ভালো দিক খুঁজতে হচ্ছে। এই আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেশের সমস্ত রাজ্য পার্টি ইউনিটে বাজেটের গুণগান করতে ১৫ দফা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।

দিল্লি থেকে পাঠানো এই নির্দেশে বলা হয়েছে, বাজেটের ভালো দিকগুলিকে নিয়ে স্থানীয় স্তরে নিবিড় প্রচার চালাতে হবে। ব্লক স্তর থেকে রাজ্যস্তরে দলীয় পদাধিকারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। মোদী সরকারের একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতা প্রত্যেক রাজ্যে যাবেন এই কর্মসূচিতে যোগ দিতে। আগামী ৫, ৬, ১২, এবং ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন ডেকে বাজেটের ইতিবাচক দিক তুলে ধরতে হবে বিজেপি নেতাদের। জেলা কার্যালযয়ে স্থানীয় বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ তথা বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ জানিয়ে বাজেটের বন্দনা করতে হবে। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা। এক্ষেত্রে বাজেটের ‘ফিল গুড ফ্যাক্টরকে’ টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ একাধিক মাধ্যমে পোস্ট করতে হবে। চলতি ফেব্রুয়ারি মাস জুড়ে বাজেট নিয়ে এই ইতিবাচক প্রচারে ঝাঁপাচ্ছে সর্বভারতীয় বিজেপি। কারণ এই সময়ের মধ্যেই ৫ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ ফলাফল প্রকাশ হবে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের এই ভোটকে কার্যত মোদী সরকারের অ্যাসিড টেস্ট হিসেবে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen