Naihati Boro Maa: বেনারসী থেকে রূপোর তোড়া, পুজোয় উপহার দেব-অপরাজিতাদের

October 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫:  নৈহাটির বড়মা পুজোয় দেব যেন এখন পরিবারেরই একজন। ‘খাদান’, ‘ধূমকেতু’, কিংবা ‘রঘু ডাকাত’- প্রতিটি ছবির মুক্তির আগেই কিংবা পরেই তিনি হাজির হয়েছেন বড়মার দরবারে, আশীর্বাদ নিতে। প্রতিবারের মতোই এবারও তাঁর হৃদয়ে জায়গা করে নিয়েছে সেই শ্রদ্ধা ও বিশ্বাস। কালীপুজো উপলক্ষে টলিউডের এই সুপারস্টার পাঠিয়েছেন একখানি অপূর্ব বেনারসি শাড়ি, শুধুমাত্র বড়মার জন্য।

নৈহাটি বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, দেবের পাশাপাশি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও মায়ের জন্য পাঠিয়েছেন শাড়ি। মাতৃভক্তিতে পিছিয়ে নেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যও পাঠিয়েছেন রুপোর তোড়া। পুজোর দিন মায়ের পায়ে সেই রুপোর তোড়া পরিয়ে দেওয়া হবে, জানালেন তাপসবাবু।

দেবী তা হলে ওই দিন দেবের বেনারসি পরবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তাপস বাবু জানান, “এ দিন দেবীর অনেক বড় মূর্তি পূজিত হয়। তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয়। সেই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় ভক্তের কাছে।”

প্রতি বছর টলিউডের এই তারকারা নিজেদের মতো করে বড়মার পুজোয় অংশ নেন- কেউ পাঠান উপহার, কেউ বা নিজে উপস্থিত হয়ে করেন প্রণাম। দেবের ভাষায়, “বড়মার আশীর্বাদেই সব ভালো হয়। ছবি হিট হোক বা না হোক, মায়ের কাছে গেলে মনটা শান্তি পায়।”

নৈহাটির বড়কালী যেন শুধু এক পুজোর দেবী নন, তিনি এক অনুভূতি। কারও কাছে বিশ্বাস, কারও কাছে আশ্রয়। তাপসবাবু জানান “বড়মা শুধু তারকাদের মা নন, তিনি সবার মা। এখানে খ্যাতনামী, অখ্যাত- কোনও পার্থক্য নেই। মন থেকে যাঁরা ডাকেন, তিনি সাড়া দেন সবার ডাকে।”

এই পুজো তাই শুধু আড়ম্বরের নয়- এটা ভক্তির মিলনমেলা, যেখানে প্রতিটি প্রণামেই লুকিয়ে থাকে একটাই আহ্বান: “মা, সবাইকে রক্ষা করো।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen