কৃষকদের ঠেকাতে সিঙ্ঘু সীমানায় কাঁটাতারের বেড়া, ব্যারিকেড, রাস্তায় পেরেক

কৃষকদের গতিবিধি আটকাতে রাস্তায় পেরেকও ছড়িয়ে রাখা হয়েছে।

February 2, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি: সংগৃহীত

দিল্লিতে কৃষকদের আন্দোলন(Farmers Protest) ঘিরে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। আগেই বিদ্যুত্‍, জল ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে সিঙ্ঘুতে(Singhu)। এবার কৃষকদের গতিবিধি রুখতে ব্যারিকেডের সংলগ্ন রাস্তায় পেরেক(Nails) ছড়িয়ে দিল পুলিশ(Police)।

কৃষকদেরই অবরুদ্ধ করতে দিল্লি পুলিশ এবার রাস্তায় পেরেক, উঁচু কংক্রিটের বাধা এবং বোল্ডার-ব্যারিকেডের(Boulder- Barricade) সাহায্য নিলো। দিল্লিমুখী রাস্তা বন্ধ। সিঙ্ঘু-টিকরী-গাজিপুর সীমানা যেন দুর্গ।

ছবি : সংগৃহীত

রাস্তায় রাস্তায় দাঁড় করানো বড় গাড়ি, বোল্ডার, ব্যারিকেড, কাঁটাতার। এই আয়োজন সিঙ্ঘু, টিকরি গাজিপুরে কৃষকদের অবস্থানের চারপাশের রাস্তায়। কিন্তু কেন এই আয়োজন? সরকারের উদ্দেশ্য, কোনওভাবেই যাতে অবস্থানস্থল থেকে কৃষকরা মিছিল করতে না পারেন। শুধু তাই নয়, কৃষকদের গতিবিধি আটকাতে রাস্তায় পেরেকও ছড়িয়ে রাখা হয়েছে।

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন মঙ্গলবার ৬৯ দিনে পড়ল। গত ২৬ জানুয়ারি ট্র্যাক্টর মিছিলের পর আগামী শনিবার ৩ ঘণ্টার জন্য দেশের সব হাইওয়ে ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন। গাজিপুরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে কয়েকটি স্তরে। কার্যত দুর্গের চেহারা নিয়েছে গাজিপুর। এবার কাঁটাতারের বেড়া দিয়ে, পেরেক ছড়িয়ে কৃষকদেরই অবস্থানস্থলে আটকে রাখার জন্য তত্‍পর প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen