Sonam Wangchuk: ৪ বছর ধরে চলছে হেনস্থা, অভিযোগ সোনাম ওয়াংচুকের স্ত্রীর

September 29, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩০: কারাবন্দি সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) স্ত্রী ও সমাজসেবী গীতাঞ্জলি আংমো (Gitanjali J Angmo) তাঁর স্বামীর বিরুদ্ধে করা কেন্দ্রীয় বিজেপি সরকারের সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের দাবিতে ওয়াংচুকের অনশন চলাকালীন হঠাৎ হিংসার ঘটনায় ৪ জনের মৃত্যু ও পঞ্চাশেরও বেশি আহত হওয়ার পর এই অভিযোগ আনা হয় বিজেপির তরফ থেকে।

গীতাঞ্জলি দাবি করেছেন, তাঁর স্বামীকে লাদাখ থেকে যে অফিসাররা নিয়ে গিয়েছেন, তাঁদের কাছ থেকে এই মুহূর্ত পর্যন্ত কোনও ধরণের খবর আসেনি। আটক হওয়ার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। কড়া জাতীয় সুরক্ষা আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে, যে আইনে জামিন না পেয়েই দীর্ঘকাল আটক করে রাখার বিধান রয়েছে।

গীতাঞ্জলি অভিযোগ করেছেন যে আজ থেকে ৪ বছর আগে, যখন ওয়াংচুক কেন্দ্র-শাসিত অঞ্চল লাদাখে একটি বিধানসভা ও ষষ্ঠ তফসিলের দাবি সরকারকে মনে করাতে শুরু করেন, তখন থেকেই হয়রানি ও “অনুসন্ধানের নামে উৎপীড়ন” শুরু হয়। তাঁর দাবি, এরপরই গোয়েন্দা সংস্থার এজেন্টরা তাঁদের দরজায় কড়া নাড়তে শুরু করে এবং তাঁদের দু’টি অলাভজনক সংস্থার (Non-Profit Organization) একটি, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসকে (HIA), বৈদেশিক তহবিল পাওয়ার আবেদন অনুমোদন না করার হুমকি দেয়।

অন্য অলাভজনক সংস্থাটি হল স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (SECMOL), যা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সোনম ওয়াংচুক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen