নকশালপন্থীদের পরিকল্পনায় রাতে বিকাশ ভবনে পুলিশের উপর হামলা-তাণ্ডব, উঠল ‘বোল বোল হাল্লা বোল’ slogan
কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশভবন চত্বর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবনের সামনে চাকরি ফিরে পেতে অবস্থানে বসেছিলেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। অভিযোগ, আচমকা পুলিশকর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশভবন চত্বর।
পুলিশের অভিযোগ, সকাল থেকেই চাকরিহারা আন্দোলনকারীদের ভিড়ে সামিল ছিল নকশালপন্থীরা। দিনভর বেনজির তাণ্ডব চালায়। রাত বাড়তেই বিকাশ ভবনে অবরোধ তুলতে যাওয়া পুলিশের উপরে হামলা চালাতে শুরু করে। ইট-পাথর ছোড়ার পাশাপাশি বিভিন্ন ভারী বস্তু ছুড়তে শুরু করে। নকশালীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। উল্লেখ্য আন্দোলনকারীদের নেতা মেহবুব মণ্ডল নিজেই নকশালপন্থী হিসাবে পরিচিত।
রাতে অবরোধ তুলতে যাওয়ার পরেই আচমকা পুলিশের উপরে চড়াও হয় নকশালপন্থীরা। সেইসঙ্গে নকশালদের ট্রেড মার্ক ‘বোল বোল হাল্লা বোল’ বলে শ্লোগান তুলে পুলিশকে আক্রমণ শুরু করে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকেন। বাজতে শুরু করে ঢাক-ঢোল-ডঙ্কা।
রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয় এই নকশালপন্থীরা নেতারা। পুলিশের অভিযোগ, চাকরিহারা আন্দোলনকারীদের সামনে রেখে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নকশালিরা। যারা কেউই চাকরিহারা আন্দোলনকারী নয়। স্রেফ উদ্দেশ্য রাজনৈতিক ফয়দাকে সামনে রেখে শাসক দলকে বিব্রত করা।