২৫ বছর পর ফিরছে ‘নায়ক’! ছবির সিক্যুয়েলে ফের প্রধান চরিত্রে কী থাকবেন অনিল কাপুর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: প্রায় পঁচিশ বছর আগে মুক্তি পাওয়া রাজনৈতিক ড্রামা ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠা সেই ছবির এবার আসতে চলেছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। প্রযোজক দীপক মুকুট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, ‘নায়ক ২’ এর কাজ চলছে এবং এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন তিনি ও অনিল কপূর। শুধু প্রযোজক হিসেবেই নয়, সিক্যুয়েলে ফের অভিনয় করতেও দেখা যাবে অনিল কাপুরকে।
সম্প্রতি অনলাইনে জল্পনা শুরু হয়, অনিল কাপুর নাকি ‘নায়ক’-এর স্বত্ব কিনে নিয়েছেন। সেই জল্পনা নিয়ে দীপক মুকুট জানান, ছবির কপিরাইট তাঁর কাছেই রয়েছে এবং এটি পুরোপুরি একটি যৌথ উদ্যোগ। হিন্দুস্তান টাইমস-কে তিনি বলেন, “আমরা দু’জন একসঙ্গেই ছবিটি বানাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলার সময় আসেনি, কারণ আলোচনা চলছে।” সিক্যুয়েল নিয়ে নিশ্চিত করে তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, নায়ক ২ তৈরি হচ্ছে এবং আমরা একসঙ্গে প্রযোজনা করছি।”
অনিল কাপুরের অভিনয় নিয়েও কোনও সন্দেহ রাখেননি মুকুট। স্পষ্ট ভাষায় জানান, “অবশ্যই তিনি ছবিতে থাকবেন।” যদিও আপাতত পরিচালক, বাকি কাস্ট কিংবা শুটিংয়ের সময়সূচি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।
আরও এক সাক্ষাৎকারে দীপক মুকুট এই ছবিকে ‘লেগ্যাসি প্রজেক্ট’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রায় ২৫ বছর হয়ে গিয়েছে। প্রতিটি ছবির নিজস্ব সময় থাকে। আমরা মনে করেছি, এখনই এর সঠিক সময়।” তিনি আরও জানান, চূড়ান্ত চিত্রনাট্য ও সব দিক চূড়ান্ত না হওয়া পর্যন্ত ছবির শুটিং শুরু হবে না।
উল্লেখ্য, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ছিল এস. শঙ্কর পরিচালিত তামিল ব্লকবাস্টার ‘মুধলভান’-এর হিন্দি রিমেক। অনিল কাপুর, রানি মুখার্জি ও প্রয়াত অমরীশ পুরী অভিনীত এই ছবি একদিনের মুখ্যমন্ত্রিত্বের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইকে যেভাবে তুলে ধরেছিল, তা আজও সমান প্রাসঙ্গিক। সেই গল্পের নতুন অধ্যায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।