Ladakh violence 2025: অশান্ত লাদাখের জন্য সোনম ওয়াংচুককে কাঠগড়ায় তুলল কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৬: পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে আন্দোলন চলছে লাদাখে। শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হিংসার চেহারা নেয়। জানা গিয়েছে, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। লাদাখে কার্ফু জারি করেছে। এই পরিস্থিতিতে অশান্ত লাদাখ নিয়ে বিবৃতি দিল কেন্দ্র।
বিবৃতিতে মোদী সরকারের অভিযোগ, সোনম ওয়াংচুকের (Sonam Wangchuck) উস্কানিতেই আম জনতা আন্দোলন চালিয়েছে, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি। কেন্দ্র আরও জানিয়েছে, লাদাখের মানুষের সংবিধানিক অধিকার ও দাবির প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ করা হবে।
বিবৃতিতে মোদী সরকার জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে সোনম ওয়াংচুক লাদাখের রাজ্য স্বীকৃতির দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেন। ভারত সরকার লেহ ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে লাদাখবাসীর দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, লাদাখের রাজ্য-মর্যাদার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম নেতা সোনম ওয়াংচুক। তাঁর দাবি, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন, লেহ ও কার্গিল জেলার জন্য আলাদা আলাদা লোকসভা আসন ইত্যাদির দাবিতে তিনি বারবার অনশন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।