নক্ষত্রপতন, চলে গেলেন নিমাই ঘোষ

বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। তবুও ছবি তোলার কাজ চালিয়ে যাচ্ছিলেন।

March 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রয়াত প্রখ্যাত চিত্রগ্রাহক নিমাই ঘোষ। নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ মূহুর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবারই ১২.৩০ নাগাদ কেওড়াতলা মহাশ্মশান শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। তবুও ছবি তোলার কাজ চালিয়ে যাচ্ছিলেন।

কিছুদিন আগেও তাঁর মৃত্যুর ভুয়ো খবর কানে এসেছিল। তখন প্রখ্যাত ফোটোগ্রাফার মজা করে বলেছিলেন, ”ভালই হল। আমি চলে গেলে কী হতে চলেছে দেখে নেওয়া গেল একবার।

মৃত্যুকালে রেখে গেলেন এক ছেলে ও এক মেয়েকে। ভারতে লকডাউনের কারণে একসঙ্গে শেষকৃত্য করতে ২০ জনের বেশির যাওয়ার নিয়ম নেই। ছেলে বাইরে রয়েছেন, ফিরতে পারবেন না। সেকারণে সমস্ত কাজ সামলাতে হবে পরিবারের মানুষজনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen