সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করকে বয়কটের ডাক, কটাক্ষের বন্যা

‘‘Who is KK?’’ এই তাচ্ছিল্যকর মন্তব্য মেনে নিতে পারেননি কেকে-র ভক্তরা। বুধবার পার করে বৃহস্পতিবারও রূপঙ্করকে তীব্র আক্রমণের সম্মুখিন হতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

June 2, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

কেকে-রূপঙ্কর বিতর্ক যেন থামতে চাইছে না। বরং বিষয়টি নিয়ে ট্রোলের বন্যা বয়ে চলেছে সোশ্যাল মিডিয়াতে।

গত মঙ্গলবার প্রখ্যাত সংগীত শিল্পী কেকে নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই মৃত্যুর খবরে সকলে হকচকিত হয়ে পড়েন। সকলে নানা রকম মন্তব্য শুরু করে দেন সোশ্যাল মিডয়ায়। এতে আগুনে ঘি ঢালে সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীর করা মন্তব্য।

‘‘Who is KK?’’ এই তাচ্ছিল্যকর মন্তব্য মেনে নিতে পারেননি কেকে-র ভক্তরা। বুধবার পার করে বৃহস্পতিবারও রূপঙ্করকে তীব্র আক্রমণের সম্মুখিন হতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

This image has an empty alt attribute; its file name is 6.png

এবার রূপঙ্করকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কেকে-র ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen