Jolly LLB 3-এর গান ঘিরে নতুন বিতর্ক, হাইকোর্টে মামলা এক আইনজীবীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ‘জলি এলএলবি ৩’-এর(Jolly LLB 3) ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইনজীবী এবং বিচারব্যবস্থাকে অপমানজনকভাবে উপস্থাপন করার অভিযোগে ছবিটি আগেই সমালোচনার মুখে পড়েছিল। এবার ছবির একটি গানের কারণে আবারও আইনি জটিলতায় পড়লেন নির্মাতারা।
অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত এই ছবির ‘ভাই ভকিল হ্যায়’* গানকে কেন্দ্র করে মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন জবলপুরের এক আইনজীবী। তাঁর অভিযোগ, গানটির কিছু লাইন যেমন “ফিকর না কর, তেরা ভাই ভকিল হ্যায়”, “প্যাকেজ ডিলস”, এবং “জাজ কো মামু বনানা” — বিচারব্যবস্থার প্রতি অপমানজনক। শুধু তাই নয়, গানটিতে অভিনেতাদের কালো কোট এবং আইনজীবীদের গাউন পরে নাচানাচির দৃশ্যকেও অসম্মানজনক বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে ছবির মুক্তি স্থগিত রাখার দাবি জানিয়েছেন ওই আইনজীবী।
এই মামলার শুনানি হবে ১২ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টে। এর কয়েকদিন আগেই আলাহাবাদ হাইকোর্টে একই গানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ হয়ে গিয়েছিল। সেখানে এক আবেদনকারী দাবি করেছিলেন যে গানটি আইনজীবী সমাজ ও বিচারব্যবস্থাকে অপমান করছে এবং ছবিটি নিষিদ্ধ করার দাবি জানান। কিন্তু বিচারপতি সঙ্গীতা চন্দ্রা এবং ব্রিজ রাজ সিং-এর বেঞ্চ রায় দেন যে গানের কথায় এমন কিছু নেই যা আইনজীবী পেশাকে ছোট করে। তাঁদের পর্যবেক্ষণ ছিল, “আমরা গানের লিরিকস খতিয়ে দেখেছি এবং কিছুই পাইনি যা আইনজীবী পেশার মর্যাদাকে আঘাত করে বা আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।”
তবুও, এই আইনি জটিলতার মাঝেও ‘জলি এলএলবি ৩’ বর্তমানে বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড ছবি। সিরিজের প্রথম ছবি ২০১৩ সালে মুক্তি পেয়ে সুপার হিট হয়েছিল। এরপর ২০১৭ সালের সিক্যুয়েল বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি আয় করে। এবার তৃতীয় সংস্করণ নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
স্টার স্টুডিও ১৮-এর প্রযোজনায় এবং সুভাষ কপূরের পরিচালনায় নির্মিত এই ছবিটি আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে হাইকোর্টের রায়ের ওপরই অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার বিষয়, ‘ভাই ভকিল হ্যায়’ গানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ছবির মুক্তিকে কতটা প্রভাবিত করে।