রাজ্যের মুকুটে নতুন পালক, ডিজিটাল শিক্ষায় পুরস্কৃত ‘বাংলার শিক্ষা ৩.০’

January 21, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: রাজ্যের শিক্ষা দপ্তরের মুকুটে যুক্ত হল আরও এক পালক। ই-লার্নিং এবং ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ (BanglarSiksha 3.0)। বুধবার নিজের X হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এই খুশির খবর শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

‘গভর্ন্যান্স নাও’ (Governance Now)-এর পক্ষ থেকে আয়োজিত ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সম্মান পেয়েছে রাজ্য। মূলত ‘এক্সিলেন্স ইন ই-লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম’ (Excellence in e-learning, Assessment and Digital Education Platform) বা ই-লার্নিং, মূল্যায়ন এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে উৎকর্ষ বিভাগে এই পুরস্কার জিতেছে বাংলার শিক্ষা পোর্টালটি।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের নতুন করে সাজানো পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ গভর্ন্যান্স নাও (http://banglarshiksha.wb.gov.in) ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছে।”

রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে এবং শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে এই পোর্টালটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছিল। কোভিড পরবর্তী সময়ে ডিজিটাল শিক্ষার প্রসারে এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় স্তরে রাজ্যের এই শিক্ষামূলক পোর্টালের স্বীকৃতি নিঃসন্দেহে রাজ্য সরকারের একটি বড় সাফল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen