কমছে দেশি মদের বিক্রি, কম দামি বিদেশি মদেই মন মজাচ্ছেন সুরাপ্রেমীরা

আবগারি বিশেষজ্ঞদের মতে, সুরাপ্রেমীরা দেশি মদের বদলে কাছাকাছি দামের বিদেশি মদে চুমুক দিতেই বেশি পছন্দ করছেন।

August 16, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
বেশ সস্তায় মিলছে কিছু বিদেশি মদ, ফাইল চিত্র

রেকর্ড হারে কমছে দেশি মদের বিক্রি। যার মূল কারণ ‘প্রিমিয়ামাইজেসন’। বেশ সস্তায় মিলছে কিছু বিদেশি মদ, আর সেই কারণেই দেশি মদ ছেড়ে বিয়ার বা কম দামি বিদেশি মদের দিকে ঝুঁকছেন সুরাপ্রেমীরা। বিয়ার বা ফিফটি ডিগ্রি বিদেশি মদে অ্যালকোহলের মাত্রা অনেক কম। সেই কারণে স্বাস্থ্যের কথা ভেবেও অনেকেই তাতে মন মজিয়েছেন। আবগারি বিশেষজ্ঞদের মতে, সুরাপ্রেমীরা দেশি মদের বদলে কাছাকাছি দামের বিদেশি মদে চুমুক দিতেই বেশি পছন্দ করছেন।

জানা গিয়েছে, এ রাজ্যে প্রতি মাসে গড়ে চার কোটি লিটার দেশি মদ বিক্রি হত। কিন্তু সম্প্রতি তার পরিমাণ হ্রাস পেয়েছে। মাসে গড়ে ৩ থেকে ৩.২ কোটি লিটার দেশি মদ বিক্রি হয়। আবগারি দপ্তরের কর্তারা জানাচ্ছেন, এর কারণ খুঁজতে গিয়ে তারা দেখেছেন; বিগত বছরের শেষে রাজ্যে বিয়ার এবং বিদেশি মদের (Foreign Liquor) দাম কমার পর থেকেই দেশি মদের বিক্রি হ্রাস পেতে শুরু করেছে। দেশি মদের বিক্রি প্রায় এক কোটি লিটার কমে গিয়েছে। আবগারি দপ্তরের আধিকারিকদের মতে, এর ফলে আবগারি শুল্ক থেকে রাজ্যের আয়ে কোন প্রভাব পড়বে না। চলতি অর্থ বছরের জুলাই অবধি রাজ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আবগারি শুল্ক আদায় হয়েছে। মনে করা হচ্ছে, অর্থবর্ষের শেষে আবগারি শুল্ক আদায়ের পরিমাণ প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকায় গিয়ে পৌঁছতে পারে।

রাজ্যে মদের ‘ডিকলেয়ার্ড প্রাইজ’ বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটরদের মদ কিনতে বেশি টাকা গুনতে হতে পারে। সেক্ষেত্রে কিছু মদের দাম (Price) বাড়তে পারে। যদিও দাম বৃদ্ধির পরিমাণ খুব সামান্যই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen