পুরীর জগন্নাথ মন্দিরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ!

মন্দির দর্শনে শিশু, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিন থেকেই এই নয়া ব্যবস্থা চালু করা হবে।

December 23, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
পুরীর জগন্নাথ মন্দির। ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরীর জগন্নাথ মন্দিরে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না পুণ্যার্থীদের। পুণ্যার্থীদের দেবদর্শনের পথকে সুগম করতে নয়া সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। এই জন্য নাটমণ্ডপে তৈরি হচ্ছে বিশেষ র‍্যাম্প। এর ফলে পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না বলে মনে করা হচ্ছে। মন্দির দর্শনে শিশু, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিন থেকেই এই নয়া ব্যবস্থা চালু করা হবে।

নতুন এই ব্যবস্থায় সত পহাচা গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা। বেরোবেন ঘণ্টি দ্বার ও গরুড় দ্বার দিয়ে। এনিয়ে মন্দিরের প্রশাসক অরবিন্দ পাড়হী জানান, ভিড় কমাতে নাটমণ্ডপে ছ’টি লাইন তৈরি করা হয়েছে। মহিলা, শিশু, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা করেই লাইন রয়েছে। থাকছে কোলাপসিবল ব্যারিকেডও। জানা গিয়েছে, প্রসাদ নেওয়ার স্থান আনন্দবাজারে ভিড় সামলাতে মন্দিরের নিরাপত্তারক্ষীদের পাশাপাশি ২০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মী মোতায়েন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen