বাঙালির মনোবলকে উদ্দীপ্ত করবে “বাংলা বেতার”

বাংলা ও বাঙালির নানা দাবীকে সামনে রেখে তৈরি হয়েছিল ‘জাতীয় বাংলা সম্মেলন’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময়ে তারা নানা আন্দোলন ও কর্মসূচী নিয়েছে। এবারে তাদের কর্মসূচীতে সংযোজিত হয়েছে নতুন পালক “বাংলা বেতার”।

May 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলা ও বাঙালির নানা দাবীকে সামনে রেখে তৈরি হয়েছিল ‘জাতীয় বাংলা সম্মেলন’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময়ে তারা নানা আন্দোলন ও কর্মসূচী নিয়েছে। এবারে তাদের কর্মসূচীতে সংযোজিত হয়েছে নতুন পালক “বাংলা বেতার”।

আজ বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদারের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় বাংলা সম্মেলনের সাংস্কৃতিক শাখার উদ্যোগে “বাংলা বেতার” নামে অনলাইন রেডিও স্টেশনটি শুরু হতে চলেছে।

বাঙালির মনোবলকে উদ্দীপ্ত করবে “বাংলা বেতার”

বর্তমান রাজনীতির নানান দিক, বাংলার ইতিহাস, সংস্কৃতি, লৌকিক শিল্পী-কলা, আর্থ-সামাজিক বাস্তবতার নানান দিক তুলে ধরবে  “বাংলা বেতার”।  এই বেতার কেন্দ্রতে যেমন বাংলার উঠতি শিল্পীদের শিল্প পরিবেশনের পাশাপাশি শ্রুতি নাটক, বিখ্যাত কবি-সাহিত্যিকের লেখা পাঠ ও চর্চা এই বেতার কেন্দ্রের মাধ্যমে করা হবে বলে জানা গেছে। 

এর আগেও এই সংগঠনটির নানান কর্মসূচী মানুষের নজর কেড়েছিল। তবে তাদের এই নতুন কর্মসূচী সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করবে সেটা ভবিষ্যত-ই বলে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen