এশিয়া কাপের ট্রফি বিতর্কে নতুন মোড়! ভারত-পাক বিরোধ মেটাতে ময়দানে নামলো আইসিসি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৯: এশিয়া কাপকে ঘিরে বিতর্ক এখনও থামছে না। ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দেশের এই টানাপোড়েন এবার গিয়ে ঠেকল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর দোরগোড়ায়। বিষয়টি মেটাতে শেষমেশ নড়েচড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। শুক্রবারের বৈঠকে আইসিসি ঘোষণা করেছে—ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে গঠন করা হচ্ছে একটি বিশেষ মধ্যস্থতা কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকছেন ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান *পঙ্কজ খিমজি*, যিনি দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং অতীতে একাধিকবার মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন।
এই ঘটনার সূত্রপাত এশিয়া কাপের ফাইনাল ঘিরে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান *মহসিন নকভি*র কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করে। অভিযোগ, পুরস্কার বিতরণী মঞ্চে নকভি আচমকা ট্রফি নিয়ে সরে যান। তারপর থেকেই ভারত দাবি করছে—তাদের প্রাপ্য ট্রফি ফেরত দিতে হবে। পাকিস্তান অবশ্য বিষয়টি নিয়ে চুপ।
আইসিসি’র বৈঠকে ভারতীয় বোর্ড বিষয়টি তুলে ধরতেই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা যাক, পঙ্কজ খিমজির মধ্যস্থতায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এই ক্রিকেট-রাজনৈতিক অচলাবস্থা শেষ পর্যন্ত কতদূর মেটে।