NH10: সেবকের কাছে ভূমিধসে বহু ঘণ্টার জন্য বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পং
এই ধস এই সড়কটির ওপর চলতি বৃষ্টির (monsoon) একের পর এক আঘাতের সর্বশেষ ঘটনা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: শনিবার ভোররাতে কালীঝোড়া ও সেবকের মধ্যবর্তী এলাকায় এক ভয়াবহ ভূমিধসে (landslide) উত্তরবঙ্গের জীবনরেখা বলে পরিচিত এনএইচ-১০ (NH10) জাতীয় সড়কটিকে সম্পূর্ণভাবে অচল করে দেয়। এই দুর্ঘটনায় সিকিম (Sikkim) ও কালিম্পং (Kalimpong) জেলার সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি পাথর ও মাটির চাপায় সম্পূর্ণরূপে ঢেকে যায়।
এই ধস এই সড়কটির ওপর চলতি বৃষ্টির (monsoon) একের পর এক আঘাতের সর্বশেষ ঘটনা। গত কয়েক মাস ধরে ২৯ মাইল, কালীঝোড়া, সেলফি ডারা, বিরিক ডারা, মেল্লি এবং তার বাইরেও একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনার ফলে কালিম্পংয়ের সেবকে এবং চিত্রয়ের মধ্যে ৩০ কিলোমিটার দীর্ঘ পথে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। জাতীয় হয়ে ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন (NHIDCL), যারা এই হাইওয়েটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তারা ধস সাফ করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে।
সমস্যা আরও গভীর হয় যখন উত্তাল তিস্তা নদী (Teesta) ২৯ মাইলে NH10-এর বড় অংশ ডুবিয়ে দেয় এবং কালিম্পংয়ের তারখোলায় (Tarkhola) একটি ধসে পথ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার, কালীঝোড়া এবং সেবকের মধ্যে যানচলাচলের জন্য পথ বন্ধ থাকায়, শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার জন্য গাড়িদের ভিন্ন রাস্তা নিতে হয়।