বাংলায় স্পর্শকাতর কেন্দ্র খুঁজবে NHRC, পঞ্চায়েত ভোটে মোদী সরকারের হস্তক্ষেপ?

স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডভাইজরি আসার দু-সপ্তাহের মধ্যেই নবান্নকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে কমিশনকে।

June 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাংলায় স্পর্শকাতর কেন্দ্র খুঁজবে NHRC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাংলার পঞ্চায়েত ভোটেও নাক গলাচ্ছে মোদী সরকার? জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় সেই প্রশ্নই উঠে এল। গতকাল অর্থাৎ রবিবার জাতীয় মানবাধিকার কমিশন, তাদের ডিজিকে (ইনভেস্টিগেশন) বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্র খোঁজার জন্য নিয়োগ করেছে কমিশন। পর্যবেক্ষক হিসেবে তিনি বাংলার বিভিন্ন জেলায় যাবেন এবং সম্ভাব্য হিংসার সমীক্ষা করবেন। সেই সমীক্ষার ভিত্তিতেই মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ দেবে। যা খতিয়ে দেখে ভোটের আগে এবং পরে হিংসা ঠেকাতে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেবে শাহের মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডভাইজরি আসার দু-সপ্তাহের মধ্যেই নবান্নকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে কমিশনকে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কার্যত মোদী সরকারের নজরদারির আওতায় চলে এল বাংলা। পঞ্চায়েত ভোট পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের, সেখানে কেন্দ্রীয় সংস্থার এহেন হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে।

একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতেই, বাংলা উপর নানানভাবে প্রতিহিংসামূলক আচরণ করছে মোদী সরকার, এমনই অভিযোগ রাজ্যের শাসক দলের। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক সরকারি প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে। ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পের টাকা বন্ধ করে বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ চালানোর অভিযোগ উঠছে। পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও বাংলার অধিকার খর্ব করছে বিজেপি সরকার, এমনই অভিযোগ উঠছে এহেন পদক্ষেপের পর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen