নুসরতকে বিবাহবিচ্ছেদের নোটিস দিলেন নিখিল

তা হলে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে ‘যশরত’-এর সম্পর্কও?

February 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi


আঁচ আগে থেকেই পাওয়া যাচ্ছিল। এ বার তা সামনে এল। নিখিল জৈন(Nikhil Jain) স্ত্রী নুসরত জাহানের(Nusrat Jahan) কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানালেন।

সূত্রের খবর, আজও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরত। নিখিল তাতে কোনও দিন বাধা দেননি। যশের(Yash Dasgupta) সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে(Rajasthan) অজমেরে ছুটি কাটাতে যাওয়া কোনও কিছু নিয়েই কোনও দিন মুখ খোলেননি নিখিল। এমনকী তাঁর নেটমাধ্যমেও কোনও নুসরত-বিরোধী পোস্ট দেখা যায়নি।

বরং ভালবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ করলেন। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরত মোটা টাকা খোরপোষ দাবি করবেন। কারণ তাঁর অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও, বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদানপ্রদান হয়েছিল।

তবে ইনস্টাগ্রাম বলছে, নুসরতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও, তাঁর বোন নুজহত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল। তা হলে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে ‘যশরত’-এর সম্পর্কও? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু হবে নুসরতের? এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen