বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত নিতিন নবীন

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: জল্পনার অবসান। জেপি নাড্ডার পর ভারতীয় জনতা পার্টির (BJP) দ্বাদশ সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বিহারের নেতা নিতিন নবীন। সোমবার মনোনয়ন প্রক্রিয়া শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে নির্বাচিত হন। মাত্র ৪৫ বছর বয়সে দলের শীর্ষ পদে আসীন হয়ে বিজেপির ইতিহাসে ‘সর্বকনিষ্ঠ সভাপতি’ হওয়ার নজির গড়লেন তিনি।

দলীয় সূত্রে খবর, সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার মধ্যে নিতিন নবীনের সমর্থনে মোট ৩৭ সেট মনোনয়নপত্র জমা পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং বিদায়ী সভাপতি জেপি নাড্ডার মতো শীর্ষ নেতারা তাঁর নামের প্রস্তাবক ছিলেন। কোনও বিরোধী প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়েনি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে টানা পাঁচবারের বিধায়ক নিতিন নবীন। ২০১০ সাল থেকে তিনি ওই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। দক্ষ সংগঠক হিসেবে দলের অন্দরে তাঁর বিশেষ সুখ্যাতি রয়েছে এবং সম্প্রতি তিনি বিজেপির জাতীয় কার্যকরী সভাপতির দায়িত্বও সামলেছেন। উল্লেখ্য, জেপি নাড্ডা ২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen