‘আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়নি’ টেলিফোনে ট্রাম্পকে জানিয়েছেন মোদী

ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমেই হয়েছিল

June 18, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩১: কথা ছিল জি৭ বৈঠকের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আচমকাই আমেরিকা ফিরে যেতে হয়েছে ট্রাম্পকে। আর তারপরই মার্কিন প্রেসিডেন্টের আগ্রহে বুধবার টেলিফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই সাক্ষাতের কথা জানিয়েছেন।

বিদেশসচিব বিক্রম মিশ্রি জানান, ট্রাম্পের আগ্রহেই তাঁর সঙ্গে আজ প্রধানমন্ত্রী মোদীর ৩৫ মিনিট ফোনে কথা হয় (Trump Modi telephonic conversation) । সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমেই হয়েছিল। ওই গোটা ঘটনাক্রমের সঙ্গে ভারত-আমেরিকা বাণিজ্য বা আমেরিকার মধ্যস্ততার মতো বিষয় ছিল না।

মিশ্রি জানান, ভারতের উপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে, এমন কথা ভান্স মোদীকে জানিয়েছিলেন। তাঁর উত্তরে মোদী ভান্সকে জানান, যদি এমন কোনও ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে। মোদী-ট্রাম্পের ফোনালাপে সেই বিষয়টিও উঠে এসেছে। ট্রাম্পকে মোদী বলেন, ‘‘ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen