Women’s World Cup: সূর্যদের পুনরাবৃত্তি, পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীতও

October 5, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০৫: মহিলা বিশ্বকাপের (Women’s World Cup) ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচেও এশিয়া কাপের পুনরাবৃত্তি! পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান।

পুরুষদের এশিয়া কাপে তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। তিনবারই জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। এশিয়া কাপ জেতার পর PCB প্রধান তথা ACC কর্তা মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যা নিয়ে বিতর্ক আজও মেটেনি। এখনও ট্রফি, মেডেল পাননি সূর্যরা। কলম্বোয় মহিলা বিশ্বকাপেও একই ঘটনা ঘটল, হাত মেলালেন না ভারতের মহিলা দলের অধিনায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen