বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস
তাঁকে শপথবাক্য পাঠ করান সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।
August 8, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার রাতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস ।
এদিন বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশী সময় রাত ৯টায় শপথগ্রহণ করেন ইউনুস। তাঁকে শপথবাক্য পাঠ করান সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে ।