কলকাতায় ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

করোনা কালে মানুষের রোজকার কমেছে। তবুও প্রতিনিয়ত বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম

August 17, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের (cooking gas cylinder) দাম দাঁড়াল ৮৮৬ টাকা।

করোনা কালে মানুষের রোজকার কমেছে। তবুও প্রতিনিয়ত বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। যার ফলে মধ্যবিত্তের মাথায় হাত। মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা। এভাবে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে, রান্না হবে কিসে, তা নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছে না মধ্যবিত্ত।

অন্যদিকে কিছুটা হলেও দাম কমল বানিজ্যিক গ্যাসের। সিলিন্ডার পিছু ৪ টাকা ৫০ পয়সা দাম কমে নতুন দাম হল ১৬৯৭ টাকা। আজ থেকেই কার্যকর হল এই নতুন দাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen