মোদী আমলে কত বাড়ল মহিলাদের উপর অপরাধের পরিমাণ?

সংসদে আক্রমণ বাড়িয়ে এ বিষয়ে লাগাতার চাপ তৈরির পরিকল্পনা নিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা।

July 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোদী আমলে কত বাড়ল মহিলাদের উপর অপরাধের পরিমাণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে, খোদ মোদী সরকারের তথ্যই এ কথা বলছে। বিগত এক বছরে বৃদ্ধির হার প্রায় ১৫.৩ শতাংশ। তৃণমূল সাংসদ জহর সরকার জানতে চেয়েছিলেন, গত পাঁচ বছরে দেশে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা কি বৃদ্ধি পেয়েছে না কমেছে? স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র উত্তরে জানিয়েছেন, এ দেশে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে।

মোদী সরকারের তথ্য বলছে, ২০১৭ সালে প্রতি লক্ষে গড়ে ৫৭ জন মহিলা অত্যাচারিত হতেন। ২০২১ সালে তা বৃদ্ধি হয়েছে ৬৪। সম্প্রতি মণিপুরে নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। যা ঘিরে উত্তাল দেশ। মোদী আমলে এই ঘটনা ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সংসদে আক্রমণ বাড়িয়ে এ বিষয়ে লাগাতার চাপ তৈরির পরিকল্পনা নিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। বিরোধী সাংসদরা আজ কালো পোশাক পরে প্রতিবাদ জানাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen