নুসরত এখন ক্লোজড চ্যাপ্টার, এই বাঙালি অভিনেত্রীর প্রেমে পাগল নিখিল

যদিও সূত্রের দাবি, এই মুহূর্তে শুটিংয়ের কাজে লন্ডনে সৌরসেনী। ইনস্টাগ্রামে পোস্ট করছেন নিজের অভিজ্ঞতার নানা ছবি।

May 23, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নুসরতের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের পর কেটে গেছে অনেকটা সময়। নুসরত এখন তাঁর প্রেমিক যশের সাথে সুখী রয়েছেন। কিন্তু কেমন আছেন তাঁর প্রাক্তন স্বামী নিখিল জৈন? টালিগঞ্জে কান পাতলেই শোনা যাচ্ছে এক গুঞ্জন। নুসরতের প্রাক্তন এখন হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় এক অভিনেত্রীর প্রেমে। সূত্রের খবর, সৌরসেনী মৈত্রের প্রেমে মজেছেন নিখিল জৈন।

এই বিশেষ বন্ধুত্ব নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ সৌরসেনী ও নিখিল দুজনেই। যদিও সূত্রের দাবি, এই মুহূর্তে শুটিংয়ের কাজে লন্ডনে সৌরসেনী। ইনস্টাগ্রামে পোস্ট করছেন নিজের অভিজ্ঞতার নানা ছবি। অন্যদিকে, নিখিলও নাকি যুক্তরাজ্যের জন্য রওনা হয়েছেন ইতিমধ্যেই। তবে কি সৌরসেনীর টানেই বিলেত যাচ্ছেন নিখিল? শুরু হয়েছে গুঞ্জন।

অতীতে নুসরত ছাড়াও রাইমা সেন এবং ত্রিধা চৌধুরীর সঙ্গে নাম জড়িয়েছে নিখিলের। কিন্তু সেই গুজব উড়িয়ে তিনি দাবি করেন, শুধুই বন্ধু তাঁরা। এবার গুজব রটেছে সৌরসেনীকে নিয়ে। এই খবরে কতটা জল, আর কতটা সত্যি, তা সময়ই বলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen