‘নিখিলের সাথে বিয়েই হয়নি’ বিস্ফোরক নুসরত

এতদিন নিজের সন্তানসম্ভবা হওয়ার জল্পনা নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান।

June 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) মাতৃত্বের খবর সামনে আসার পর থেকেই চলছে তোলপাড়। স্বামী নিখিল জৈনর (Nikhil Jain) সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই অভিনেতা যশের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী, জল্পনা এমনটাই। এতদিন নিজের সন্তানসম্ভবা হওয়ার জল্পনা নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান। তিনি বলেন, ‘নিখিল জৈনর সঙ্গে কোনও দিন তাঁর বিয়েই হয়নি। তাঁরা কেবলমাত্র সহবাস বা লিভ-ইন রিলেশনশিপে ছিলেন।’আ

একটি বিবৃতিতে নুসরত জানিয়েছেন, তুরস্কে তাঁদের আইন মেনে বিয়ে হয়নি। সংশ্লিষ্ট দেশের আইনে এই বিয়ে অবৈধ। এছাড়াও হিন্দু মুসলিম বিয়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানা উচিত। কিন্তু তাঁদের বিয়ের ক্ষেত্রে তা মানা হয়নি। সুতরাং তাঁদের বিয়েই হয়নি।

পাশাপাশি এদিন নিখল জৈনর বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন নুসরত জাহান। তিনি লিখেছেন, ‘আমি কোনওদিন কারওর ক্রেডিড কার্ড ব্যবহার করিনি। কিন্তু যিনি নিজেকে বড়লোক বলে দাবি করছেন (নিখিল জৈন)এবং আমি তাঁকে ব্যবহার করছি বলছেন তিনি অবৈধভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন। এমনকী, আমাদের বিচ্ছেদ হওয়ার পরও নিখিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন।আমি বিষয়টি সম্পর্কে পুলিশে অভিযোগ করেছি। খুব শিগগিরই পুলিশ পদক্ষেপ নেবে বলে আশা করছি।’

এখানেই শেষ নয় নুসরত আরও জানিয়েছেন, তাঁর ব্যগ জামাকাপড়, গহনা এখনও নিখিলের বাড়িতেই রয়েছে। নিখিলকে উদ্দেশ্য করে নুসরতের তোপ ‘বড়লোক বলেই এক মহিলার উপর আঘাত হানা যায়না। আমি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের পরিচয় তৈরি করেছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen