বাংলায় SIR প্রক্রিয়ায় আপত্তি! সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

November 10, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: রাজ্যে চলছে SIR। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। এ বার বাংলায় SIR নিয়ে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি মামলা দায়ের করেছেন সাংসদ দোলা সেন (Dola Sen) ও মালা রায় (Mala Roy)।

এই মামলার শুনানি মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআইআর নিয়ে রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে এই প্রক্রিয়ার ‘আতঙ্কে’ মৃত্যুর ঘটনা এবং আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে। রাজ্যে ইতিমধ্যে ১৭ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মামলার শুনানি এবং পরবর্তী পদক্ষেপে নজর রাখছে রাজনৈতিক মহল।

ভোটার তালিকা সংক্রান্ত SIR (Special Intensive Revision) বিতর্কে বাংলার পর এবার প্রতিবাদে সামিল হল তামিলনাড়ুও। তামিলনাড়ুর বিরোধী দল AIADMK সুপ্রিম কোর্টে এই SIR-র বিরুদ্ধে হস্তক্ষেপকারী আবেদন (intervening petition) দাখিল করেছে। AIADMK-এর দাবি, ভোটার তালিকা নিয়ে SIR-এর কার্যক্রম পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাই তারা আদালতের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, আজ উত্তরকন্যার প্রশাসিনক বৈঠক থেকে এসআইআরের ( SIR) বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন যে, “পরিষ্কার বলছি এই দু’মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ সম্ভব নয়।” এছাড়াও তিনি বলেন, “গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি বিজেপির বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই জন্য দুবছর সময় নিয়ে করা হোক। ভোটে জিততে পারে না, তাই এক ঘোঁট করা হচ্ছে। নোটবন্দীর মতো মানুষকে এসআইআর বন্দী করে, তাঁর অধিকারকে তালা দিয়ে রেখে ভাবছে পগার পার হবে হবে। পগার পার তো তাদের এমনিই হতে হবে।”

২৬শের নির্বাচনের আগে কী করে দ্রুত এসআইআর সম্ভব? প্রশ্ন তুলে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন তিনি। মমতা বলেন, “আজকে নভেম্বরের ১০ তারিখ। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হবে। তাহলে সময় পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না। অনেকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তাঁরা আবার ফিলাপ করবে। সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই তিন মাস সরকার যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমারজেন্সি করেছেন। অফিসারদের আটকে রেখেছেন এই কাজে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen