অলিভ রিডলে কচ্ছপ বাঁচাতে ৭ মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ওড়িশায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: ওড়িশা সরকার বিপন্ন প্রজাতির অলিভ রিডলে কচ্ছপ সংরক্ষণের জন্য শনিবার থেকে সাত মাসের জন্য সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধামরা, দেবী ও রুশিকুল্যা নদীর মোহনায় উপকূল থেকে ২০ কিলোমিটার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে গহিরমাঠা উপকূলে সারাবছরই সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, কারণ এটিকেই বিশ্বের বৃহত্তম অলিভ রিডলে কচ্ছপের প্রজনন ও আবাসস্থল হিসেবে গণ্য করা হয়। গহিরমাঠাকে সামুদ্রিক অভয়ারণ্যের মর্যাদাও দেওয়া হয়েছে কচ্ছপদের বিশাল উপস্থিতির কারণে।
নিষেধাজ্ঞা চলবে ১লা নভেম্বর থেকে আগামী বছরের ৩১শে মে পর্যন্ত। প্রতি বছরের মত এবারও কড়াভাবে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানিয়েছে বন ও পরিবেশ দপ্তর। তাঁদের মতে, সংরক্ষিত এই সামুদ্রিক প্রাণীরা প্রায়শই মাছ ধরার জালে জড়িয়ে বা ট্রলারের প্রপেলারে আঘাত পেয়ে মারা যায়। তাই প্রজনন মরসুমে মাছ ধরা বন্ধ রাখাই কচ্ছপ সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায়।