কমছে উৎপাদন, আবার বাড়তে পারে তেলের দাম?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপের বড় দেশগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

September 6, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সোমবার তেলের (Oil) উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক (Organization of the Petroleum Exporting Countries) ভুক্ত দেশগুলি। ঠিক হয়েছে, তারা প্রতিদিন যা তেল উৎপাদন করা হয়ে থাকে, তার থেকে ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন কম করবে। উৎপাদন কমলে বাড়তে পারে জ্বালানির সংকট এবং অবশ্যই দাম।

এমন একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। ওপেক ও সহযোগী দেশগুলির আয় কমছিল অপরিশোধিত তেলের দাম পড়তে থাকায়। তাই তারা যোগান বা উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করছিল। তবে এ ব্যাপারে একমত ছিল না ওপেকভুক্ত সব দেশ, এরকমই জানা গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপের বড় দেশগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া (Russia)। এর মধ্যে সংকট আরও বাড়ল ওপেক(Opec) ও সহযোগীরা উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। এর প্রভাব শুধু ভারতেই নয়, পড়বে সারা বিশ্বজুড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen