নথিতে বাবার নামের বানান ভুল, ‘SIR আতঙ্কে’ মৃত্যু পূর্ব মেদিনীপুরের বৃদ্ধের

November 3, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: রাজ্যে SIR আতঙ্ক ফের কেড়ে নিল প্রাণ। এবার বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের রামনগরে ‘SIR আতঙ্কে’ মৃত্যু হল এক বৃদ্ধের। নিত্যদিনে এই মৃত্যু মিছিলে ঘটনায় ফের উত্তাল রাজ্য রাজনীতি। SIR ইস্যুতে কমিশন (Election Commission of India) ও বিজেপির (BJP) বিরুদ্ধে সরব তৃণমূল।

মৃত ব্যক্তি সিরাজ (Siraj), ষাটোর্ধ্ব এই প্রবাসী দীর্ঘদিন জাপানে ছিলেন এবং দীঘায় তাঁর একটি হোটেলও রয়েছে। সম্প্রতি তিনি ফিরে এসেছিলেন রামনগরের গোবরার বাড়িতে। সেখানে এসআইআর (SIR) সংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে বাবার নামের বানানে ভুল দেখতে পান। এরপরই প্রবল মানসিক চাপ ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি।

রামনগরের বিধায়ক অখিল গিরি (Akhil Giri) জানিয়েছেন, সিরাজ এসআইআর (SIR) ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখছিলেন। সেই সময় বাবার নামের বানান ভুল দেখে তিনি প্রবলভাবে আতঙ্কিত হয়ে পড়েন। আচমকা বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দীঘা হাসপাতালে (Digha Hospital) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কাঁথিতে (Contai) রেফার করার সিদ্ধান্ত হলেও, রওনা হওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি ও আতঙ্কই সিরাজের মৃত্যুর কারণ। বিধায়ক অখিল গিরি সরাসরি অভিযোগ করেছেন, “নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়িয়েছে। সিরাজের মৃত্যু সেই আতঙ্কেরই ফল।”

গত সোমবার নির্বাচন কমিশন (Election Commission) বাংলায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) ঘোষণা করে। এরপর থেকেই রাজ্যবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) দাবি করেছে, ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। পূর্ব মেদিনীপুরের এই ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এসআইআর (SIR) বাতিল না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ‘এনআরসি ও এসআইআর আতঙ্কে’ আত্মঘাতী হন প্রদীপ কর (Pradip Kar) এমনই দাবি পুলিশের, উদ্ধার হওয়া সুইসাইড নোটে সেই ইঙ্গিতই মিলেছে বলে জানা গেছে। এরপর কোচবিহারের দিনহাটায় এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেন, যার পেছনেও এসআইআর-ভীতি কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের। মৃতের পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় প্রবল মানসিক চাপে ছিলেন ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। একই ধরনের ঘটনা ঘটেছে বীরভূমের ইলামবাজারেও, যেখানে এক বৃদ্ধের আত্মহত্যার জন্য এসআইআর-আতঙ্ককেই দায়ী করা হয়েছে। এমনকি এই ঘটনার জেরে নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সবশেষে, সোমবার হুগলির ডানকুনিতে ৬০ বছরের হাসিনা বেগমের মৃত্যুর পেছনেও এসআইআরের (SIR) প্রভাব রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen