দূষণের জেরে দিল্লিতে প্রতি সাতজনে একজনের অকাল মৃত্যু!

December 3, 2025 | < 1 min read
Published by: Saikat


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: কোনও মতেই কমছে না দূষণ। বিষিয়ে উঠেছে রাজধানীর বাতাস। দিল্লি এবং এনসিআরের দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দূষণের জেরে দিল্লিতে প্রতি সাত জনের মধ্যে অকালে প্রাণ হারাচ্ছেন একজন। দূষণের জেরে গত বছর দিল্লিতে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজ্যসভার জিরো আওয়ারে উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরলেন ওয়াইএসআরসিপি সাংসদ। দূষণের জেরে জাতীয় স্বাস্থ্য ও আর্থিক সংকট ঘোষণার দাবিও জানিয়েছেন এআর রেড্ডি।

মঙ্গলবার রাজ্যসভার জিরো আওয়ারে অন্ধ্রপ্রদেশের সাংসদ এআর রেড্ডি বলেন, এই মুহূর্তে দিল্লিতে দূষণ অন্যতম বড় সমস্যা। শহরের দূষণ মান বিপজ্জনক সীমায় পৌঁছে যাচ্ছে। অন্ধ্রপ্রদেশের সাংসদের দাবি, মাত্রাছাড়া দূষণ পরিস্থিতি তিন শতাংশেরও বেশি GDP-কে প্রভাবিত করছে। অবিলম্বে জরুরি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

সম্প্রতি অবশ্য কেন্দ্র দাবি করা হয়েছে, দিল্লি-এনসিআরে দূষণ পরিস্থিতির নাকি অনেকটা উন্নতি হয়েছে। যদিও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অন্য ছবিই দেখাচ্ছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় AQI ৪০০-র গণ্ডি পার করেছে। দূষণ পরিস্থিতি কার্যত বিপজ্জনক-ই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen