মহারাষ্ট্রে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মৃত ১

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়।

January 24, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকাল সকাল বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরি। একজনের মৃত্যু হল। আহত হয়েছেন কয়েকজন। ভান্ডারের জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, মোট ১৪ জন আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছিল। তিনজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। বাকিদেরও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল, মেডিক্যাল টিম, স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ অন্যান্য দপ্তরের উদ্ধারকারীরা আছেন। মোতায়েন করা আছে অ্যাম্বুলেন্সও। তারইমধ্যে সেই ঘটনার জন্য নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেন, ‘এটা মোদী সরকারের ব্যর্থতা।’

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen