করোনেশন সেতুতে বিস্ফোরণ আদতে শ্যুটিং! গ্রেপ্তার মহিলা
এদিকে, সংশ্লিষ্ট সেতুটি আজ পর্যবেক্ষণ করবে পুর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশন-৯।
March 25, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

করোনেশন সেতুতে সিনেমার বিস্ফোরণের দৃশ্য শ্যুটিং। বিনা অনুমতিতে শ্যুটিং করায় গ্রেপ্তার এক মহিলা। ধৃতের নাম চৈতালি বন্দ্যোপাধ্যায়। তিনি মুম্বইয়ের একটি সিনেমা প্রস্তুতকারক সহযোগী সংস্থার দায়িত্বপ্রাপ্ত। শিলিগুড়িতে সংশ্লিষ্ট সংস্থার অফিস আছে। আজ শুক্রবার ধৃতকে কালিম্পং কোর্টে তোলা হচ্ছে। এদিকে, সংশ্লিষ্ট সেতুটি আজ পর্যবেক্ষণ করবে পুর্ত দপ্তরের হাইওয়ে ডিভিশন-৯।