শিলিগুড়িতে গড়ে উঠছে ‘মহাকাল মহাতীর্থ’, শিলান্যাস অনুষ্ঠানে কী বললেন মুখ্যমন্ত্রী?

January 16, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: উত্তরবঙ্গের পর্যটন ও ধর্মীয় মানচিত্রে যুক্ত হতে চলেছে এক ঐতিহাসিক অধ্যায়। শিলিগুড়ির মাটিগাড়ায় গড়ে উঠতে চলেছে বিশ্বের অন্যতম বৃহত্তম শিব মন্দির- ‘মহাকাল মহাতীর্থ’। শুক্রবার এই মন্দিরের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দিরটি পূর্ণাঙ্গ রূপ পেলে তা কেবল বাংলার নয়, সমগ্র দেশের অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

এদিন শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মোট ১৭.৪১ একর জমির ওপর গড়ে উঠবে এই বিশাল মন্দির চত্বর। রাজ্য সরকার এই জমিটি বিনামূল্যে প্রদান করেছে। এই প্রকল্পের মূল আকর্ষণ হতে চলেছে ২১৬ ফুটের সুউচ্চ মহাকাল মূর্তি। যার মধ্যে ব্রোঞ্জের মূল মূর্তিটি হবে ১০৮ ফুটের এবং সেটি একটি পেডেস্টাল বা বেদির ওপর স্থাপন করা হবে।

মন্দিরের নকশা ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মন্দির চত্বরে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আদলে ১২টি শিবলিঙ্গ এবং ১২টি জ্যোতিলিঙ্গ মন্দির থাকবে। মন্দিরের চার কোণে থাকবেন চার দেবতা। এখানে দুটি বিশাল প্রবেশপথ থাকবে এবং পরিক্রমা পথে একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ হাঁটতে পারবেন।’’ তিনি আরও জানান, মূল মন্দির চত্বরে একসঙ্গে প্রায় ১ লক্ষ দর্শনার্থীর সমাগম হতে পারবে।

ধর্মীয় উপাসনার পাশাপাশি এটি একটি সাংস্কৃতিক মিলনক্ষেত্র হয়ে উঠবে। প্রকল্পে থাকছে একটি বিশাল কনভেনশন সেন্টার ও কালচারাল হল, যেখানে ৬ হাজার মানুষ একসঙ্গে বসতে পারবেন। ভক্তদের জন্য তৈরি করা হবে ‘রুদ্রাক্ষ কুণ্ড’, যেখানকার পবিত্র জল তাঁরা বাড়িতে নিয়ে যেতে পারবেন।

দার্জিলিংয়ের ম্যাল রোডের মহাকাল মন্দিরের স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পাহাড় থেকে সমতলের বন্ধন আরও গভীর ও সুন্দর করতেই এই উদ্যোগ। এটি কেবল তীর্থক্ষেত্র নয়, পর্যটন, সংস্কৃতি ও ব্যবসার কেন্দ্রবিন্দু হবে। এর ফলে হোটেল, পরিবহণ ও রেস্তোরাঁ শিল্পে জোয়ার আসবে এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে।’’

নিউটাউনের দুর্গা অঙ্গন, গঙ্গাসাগর মেলা এবং জলপেশ মন্দিরের স্কাইওয়াকের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন যে, এই মন্দির বাংলাকে পর্যটন শিল্পে এক নম্বরে নিয়ে যেতে সাহায্য করবে। আগামী আড়াই বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen