থামল ইজরায়েল ও হামাস যুদ্ধ! আজ থেকে শুরু পণবন্দি ও আটক বিনিময় প্রক্রিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: তিন বছর ধরে চলার পর অবশেষে যুদ্ধের অবসান। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামতে চলেছে ইজরায়েল ও হামাস যুদ্ধ। যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পণবন্দি ও আটক বিনিময় প্রক্রিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কার্যত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘যুদ্ধ শেষ। সবাই একসঙ্গে আনন্দ করছে, এমনটা আগে কখনও হয়নি। এতে অংশ নিতে পেরে আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘ইহুদি, মুসলমান বা আরব, সবাই খুশি। এই প্রথমবার সকলে একত্র হয়েছে। ইসরায়েলের পর মিশরে যাচ্ছি, সেখানকার শক্তিশালী ও ধনী দেশগুলির নেতাদের সঙ্গেও দেখা করব। সবাই এই শান্তি চুক্তির পাশে রয়েছে।’
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বন্দি ফেরত প্রক্রিয়ার নাম দিয়েছে ‘অপারেশন রিটার্নিং হোম’। শোনা যাচ্ছে, তিন দফায় বন্দি মুক্তি হবে হামাস। আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে বিনিময় হবে। ইজরায়েলের চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক বিবৃতিতে বললেন, ‘আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই এক হয়ে যাব, এক জাতি, ঐক্যবদ্ধ। গত প্রায় তিন বছরে আমরা যে সামরিক চাপ তৈরি করেছি, তার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার সমন্বয়ই হামাসের ওপর আমাদের বিজয় নিশ্চিত করেছে। আমরা এমন এক নিরাপত্তা বাস্তবতা গড়ে তুলব, যাতে গাজা উপত্যকা আর কখনও ইজরায়েল ও তার নাগরিকদের জন্য হুমকি না হয়।’