‘সিঁদুর-এর মাঝেই ‘সংকল্প’: ছত্তিশগড়ে ২২ নক্সালকে খতম করল আধা সেনা-পুলিশ
ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে বীজাপুর ও তেলেঙ্গানার মুলুগু এবং ভদ্রাদ্রি-কোথাগুডেম জেলার সীমান্তসংলগ্ন প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকায় এই অভিযান চলছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তেলাঙ্গানা সীমান্তের কাছে ছত্তিসগড়ের বীজাপুর জেলায় বুধবার সুরক্ষা বাহিনীর এনকাউন্টারে প্রাণ গিয়েছে ২২জন নক্সালপন্থীর। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), বস্তর ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), রাজ্য পুলিশ, কোবরা ও সিআরপিএফ যৌথভাবে শুরু করেছে এই বিশাল সন্ত্রাসবিরোধী অভিযান – ‘অপারেশন সংকল্প।’
২১ এপ্রিল থেকে ‘সংকল্প’ অভিযান শুরু করেছিল সুরক্ষা বাহিনী, যাতে এখনো অবধি ৩৫টি এনকাউন্টার হয়েছে কররেগুট্টা ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে। বর্তমান অভিযানে নিরাপত্তা বাহিনী ৪০০-র বেশি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), প্রায় ২ টন বিস্ফোরক সামগ্রী এবং ৬ টনেরও বেশি রেশন, ওষুধ ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাওবাদীদের অন্যান্য সামগ্রীও আটক করা হয়েছে।
‘অপারেশন সংকল্প’-এ প্রায় ২৮,০০০ নিরাপত্তা কর্মী অংশ নিয়েছেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে বীজাপুর ও তেলেঙ্গানার মুলুগু এবং ভদ্রাদ্রি-কোথাগুডেম জেলার সীমান্তসংলগ্ন প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকায় এই অভিযান চলছে। এই অভিযানের মাধ্যমে এ বছর এখন পর্যন্ত ছত্তিশগড়ে বিভিন্ন সংঘর্ষে ১৬৮ জন নক্সালপন্থীকে গুলি করে নিহত করা হয়েছে।
সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাটি সম্পূর্ণভাবে মাওবাদীমুক্ত করতে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।