মণিপুরের পথে INDIA-র পর্যবেক্ষক প্রতিনিধিদল
কথামতোই INDIA -র সাংসদেরা হিংসাবিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি সরেজমিনে দেখতে সে রাজ্যে গেলেন
July 29, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কথামতোই INDIA -র সাংসদেরা হিংসাবিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি সরেজমিনে দেখতে সে রাজ্যে গেলেন। লোকসভায় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি, সিপিএমের এএ রহিম, জেডিইউয়ের লালন সিংহ, আরজেডির মনোজ ঝা, জাভেদ আলি খান, শিবসেনা (বালাসাহেব) অরবিন্দ সাওয়ন্ত, আরএলডির জয়ন্ত চৌধুরী, ভিসিকের থল তিরুমালব্যনের মতো বিরোধী জোটের সাংসদেরা।
বিরোধী জোটের সাংসদের শনিবার ইম্ফল থেকে প্রথমে হেলিকপ্টারে চূড়াচাঁদপুরের শরণার্থী শিবিরে যাবেন।