বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলাকে হেরিটেজ রূপ দিতে চাইছে উদ্যোক্তারা

আয়োজক সূত্রে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি থেকে কুম্ভ মেলা শুরু। ১২ ফেব্রুয়ারি শাহি স্নান। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

February 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে ভূমিপুজোর মধ্য দিয়ে সূচনা হল অনু কুম্ভের। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে হল যজ্ঞ, হয় কুম্ভমেলার ধ্বজোত্তোলন। গত তিন বছর ধরে মাঘ মাসের সংক্রান্তিতে কুম্ভমেলা হয়ে আসছে ত্রিবেণীতে।

আয়োজক সূত্রে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি থেকে কুম্ভ মেলা শুরু। ১২ ফেব্রুয়ারি শাহি স্নান। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। গত কয়েকবারের অভিজ্ঞতা পর্যালোচনার পর আয়োজকদের দাবি, এবার পুণ্যার্থী সংখ্যা বৃদ্ধি পাবে। সম্প্রতি প্রয়াগে কুম্ভ স্নানে গিয়ে মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল। সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সতর্ক রয়েছে আয়োজক ও প্রশাসন। মহকুমা শাসক বলেন, ‘বৈঠকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কুম্ভ স্নান ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গবেষকদের একাংশের দাবি, বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গম পুণ্যতীর্থ। কয়েকশো বছর আগে প্রয়াগে যাওয়ার পথে ত্রিবেণী ছুঁয়ে যেতেন অনেক সাধু। সে কারণে কুম্ভের একটি স্নান পর্ব ত্রিবেণীর গঙ্গায় হতো। কয়েকবছর আগে বাঁশবেড়িয়ায় নতুন করে কুম্ভ মেলা ও কুম্ভ স্নানের আয়োজন হচ্ছে। আয়োজকদের দাবি, এবারও জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র কুম্ভ মেলা লাগোয়া এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, শিবপুর স্পোর্টিংয়ের মাঠে মূল মেলা হবে। আর পুণ্যার্থীদের জন্য স্থানীয় উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে।

১১–১৩ ফেব্রুয়ারি হবে সেই মেলা। সাধুসন্তরা আসবেন। বহু মানুষের উপস্থিতি হবে। এই মেলাকে হেরিটেজ রূপ দিতে চাইছে উদ্যোক্তারা। আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলায় ভিড় জমাবে সাধু সন্তরা। নাগা সাধু থেকে দেশ বিদেশের সাধুরা উপস্থিত থাকবেন। হোম কুন্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলন হবে। পরদিন নগরকীর্তনের পর হবে শাহী স্নান। ভান্ডারা দেওয়া হবে সাধুসন্তদের। হবে ধর্ম আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen