এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতের প্রতিনিধি কারা?

নাটু নাটু গান কি লস অ্যাঞ্জেলস থেকে অস্কার নিয়ে আসতে পারবে? সেই আশায় তাকিয়ে গোটা দেশ।

March 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অস্কার ঘোষণা কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র! ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতের প্রতিনিধি কারা? এসএস রাজামৌলির আরআরআর ছবির নাট্টু নাট্টু গানটি সেরা অরিজিনাল সং বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। এই প্রথম সম্পূর্ণভাবে ভারতীয় প্রযোজনার কোনও ছবি অস্কারের দৌড়ে রয়েছে। এছাড়াও সেরা তথ্যচিত্র বিভাগে দ্য এলিফ্যান্ট হুইসপার্স মনোনয়ন পেয়েছে। অস্কারের লড়াইয়ে রয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের স্বল্পদৈর্ঘের তথ্যচিত্র অল দ্যট ব্রিথিস।

নাটু নাটু গান কি লস অ্যাঞ্জেলস থেকে অস্কার নিয়ে আসতে পারবে? সেই আশায় তাকিয়ে গোটা দেশ। এবারের অস্কারের মঞ্চ থাকবেন দীপিকা পাড়ুকোন। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মঞ্চে অস্কার প্রদানকারীর ভূমিকায় দেখা যাবে ভারতীয় অভিনেত্রীকে। অস্কারের মঞ্চে নাটু নাটু গানে লেডি গাগা, রিহানার মতো তারকারা সামিল হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen