ফেব্রুয়ারিতে কী কী সিরিজ এলো, OTT-তে দেখবেন কোনগুলো?

চলতি ফেব্রুয়ারিতে আসছে একাধিক সিরিজ। কোনগুলো দেখবেন? দেখে নিন এক নজরে

February 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চলতি ফেব্রুয়ারিতে আসছে একাধিক সিরিজ। কোনগুলো দেখবেন? দেখে নিন এক নজরে

মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ: অ্যামাজন প্রাইমে ২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ। ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির উপর ভিত্তি করেই সিরিজটি তৈরি হয়েছে। পল্টের টুইস্ট থাকছেই।

আরিয়া- অন্তিম ভার: সুস্মিতা সেন অভিনীত আরিয়ার অন্তিম পর্বে কী হবে, তা নিয়ে জল্পনা ছিল। এবার অপেক্ষার শেষ। ডিজনি প্লাস হটস্টারে ৯ ফেব্রুয়ারি আসতে চলেছে আরিয়া।

ভক্ষক: ভূমি পেডনেকর অভিনীত সিরিজটি মুক্তি পেতে চলেছে ৯ ফেব্রুয়ারি, নেটফ্লিক্সে। একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট শেল্টার হোমে শিশুর ওপর হওয়া শারীরিক অত্যাচার নিয়ে লড়াই শুরু করে, তারপর কী হয়? ইতিমধ্যেই ট্রেলার হিট হয়েছে। এবার মুক্তির অপেক্ষা।

কেমিস্ট্রি মাসি: ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কেমিস্ট্রি মাসি। দেবশ্রী রায়ের প্রথম সিরিজ এটি। দেখা যাবে তিনি কীভাবে দৈনন্দিন জীবনের প্রতিটি জিনিসে রসায়নবিদ্যা খুঁজে পান এবং পড়ান। দেবশ্রী অভিনীত চরিত্রের নাম সুচরিতা লাহিড়ী। উঠে আসবে বর্তমানে সময়ের অনলাইন কোচিং এবং বড় বড় কোচিংয়ের ব্যবসার কথা। সিরিজটি বানিয়েছেন সৌরভ চক্রবর্তী। দেখা যাবে হইচইতে।

প্রেমে পরা বারণ: আড্ডা টাইমসে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অনিন্দ্য ব্যানার্জি ও দেবচন্দ্রিমা অভিনীত সিরিজ প্রেমে পরা বারণ। দেবচন্দ্রিমা প্রথম সিরিজে অভিনয় করছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার ও টাইটেল ট্র্যাক।

দ্য ইন্দ্রানী মুখার্জি স্টোরি: দ্য বারিড ট্রুথ: সিরিজে উঠে আসবে কুখ্যাত শিনা বোরা হত্যা মামলা। নেটফ্লিক্সে দেখা যাবে। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিরিজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen