আবার বঞ্চনা, ৫০ হাজারের মধ্যে বাংলা পেয়েছে মাত্র ১ হাজার ভেন্টিলেটর

পিএম কেয়ার্স তহবিলের আওতায় দেশজুড়ে প্রায় ৫০ হাজার ভেন্টিলেটর বণ্টন করা হয়েছে।

May 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পিএম কেয়ার্স তহবিল থেকে প্রায় ৫০ হাজার ভেন্টিলেটর পাঠানো হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৫৫৫টি ভেন্টিলেটর পেয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে পাঠানো হয়েছে ৫ হাজার ৩১৬টি ভেন্টিলেটর। পশ্চিমবঙ্গ পেয়েছে ১ হাজার ২৪৫টি। সবচেয়ে কম ৭৬৩টি ভেন্টিলেটর পেয়েছে দিল্লি। বিজেপির তরফে এই দাবি করা হল। পিএম কেয়ার্স তহবিল থেকে পাওয়া ভেন্টিলেটর ঠিকভাবে কাজ করছে না। এই অভিযোগ তুলেছে বিরোধী রাজ্যগুলি। তারই পাল্টা দিতে বিজেপি এই পরিসংখ্যান প্রকাশ করে। ট্যুইট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করছে।

পিএম কেয়ার্স তহবিলের আওতায় দেশজুড়ে প্রায় ৫০ হাজার ভেন্টিলেটর বণ্টন করা হয়েছে। ‘মেড-ইন-ইন্ডিয়া’ এই ভেন্টিলেটরগুলি কিনতে আনুমানিক ২ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সেগুলি দেশের সব রাজ্যের সরকারচালিত কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এবিষয়ে বিঁধতে ছাড়েননি রাহুল গান্ধী। ট্যুইট করে বলেন, ‘পিএম কেয়ার্স-এর ভেন্টিলেটর ও প্রধানমন্ত্রী, দুইয়ের মধ্যেই প্রচুর মিল রয়েছে। বড্ড বেশি ভুয়ো জনসংযোগ… প্রয়োজনের মুহূর্তে কাজ করে না এবং দেখাও পাওয়া যায় না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen