গঙ্গাপাড়ের ঐতিহ্যবাহী, শান্তিপূর্ণ জোড়া কেন্দ্র অর্ধেকের বেশি ‘স্পর্শকাতর’! কমিশনের ঘোষণায় হতবাক আমজনতা
একই জেলার জোড়া লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশের বেশি স্পর্শকাতর বুথ ঘোষণা করায় কমিশনের বিরুদ্ধে আমজনতার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলি লোকসভায় মোট বুথের সংখ্যা ২০৪৮টি। এর মধ্যে ১৭৮৭ বুথকে স্পর্শকাতর চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। কমিশনের কথায় ‘ক্রিটিক্যাল’ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে শতাংশের বিচারে স্পর্শকাতর বুথ ৮৭.২৫ শতাংশ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ প্রায় ৬০ শতাংশ। একই জেলার জোড়া লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশের বেশি স্পর্শকাতর বুথ ঘোষণা করায় কমিশনের বিরুদ্ধে আমজনতার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, অক্সিলিয়ারি বুথ মিলিয়ে হুগলি লোকসভায় বুথ আছে ২০৪৮টি। আর তার মধ্যে ১৭৮৭ বুথকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। শ্রীরামপুর লোকসভায় অক্সিলিয়ারি মিলিয়ে মোট বুথের সংখ্যা ২০৭৬। সেখানে ১২৩৬টি বুথকে স্পর্শকাতর ধরা হয়েছে। অর্থাৎ ৫৯.৫৩ শতাংশ। হুগলিতে এবার ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৫৮ হাজার ৬৭। সেই জায়গায় শ্রীরামপুরে ১৯ লক্ষ ২৬ হাজার ৬৪৫জন ভোটার রয়েছেন। হুগলি লোকসভায় ১২ জন ও শ্রীরামপুর লোকসভায় ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন ৮৭ শতাংশের বেশি বুথ স্পর্শকাতর চিহ্নিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তবে এ বিষয়ে সরাসরি কমিশনের বিরুদ্ধে মুখ খোলেনি তারা। তবে রাজনৈতিক মহলের দাবি, হুগলি লোকসভা কেন্দ্রে অতীতে বড় কোনও আইনশৃঙ্খলা সমস্যা হয়নি। তারপরেও বেশিরভাগ বুথ কেন স্পর্শকাতর হলো! তবুও শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের নিরিখে কমিশনের এই সিদ্ধান্তের কোনও বিরোধিতা করছে না কোনও মহলই। কমিশন সূত্রে খবর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ব্যাপক অভিযান করা হয়েছে।