Asia Cup 2025: হাফ সেঞ্চুরির পর পাক ব্যাটারের সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে সরব নেটিজেনরা

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৫৫: রবিবার এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহান তার ব্যাটিংয়ে ভারতের বিরুদ্ধে দারুণ ইনিংস খেলেছেন। তবে ব্যাটিংয়ের চেয়ে হাফ সেঞ্চুরির পর এখন সেলিব্রেশনে খবরের শিরোনামে। শাহিবজাদা ফারহানের ‘নোংরামি’র পরে অনেকেই প্রশ্ন তুলছেন, পার্ট-টাইম ক্রিকেটার এবং ফুলটাইম জঙ্গি নাকি?

এদিন দুবাইয়ে অর্ধশতরান পূরণের পরেই বন্দুক চালিয়ে ‘গান সেলিব্রেশন’ করেছে। আর যে ঘটনায় তুমুল উষ্মাপ্রকাশ করেছেন ভারতীয় নেটিজেনরা। জঙ্গিদের আপ্যায়ন করে রাখা দেশের ক্রিকেটার সন্ত্রাসবাদী কিনা, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। সেইসঙ্গে পহেলগাঁও হামলার পরে পাকিস্তান ম্যাচ কেন বয়কট করা হয়নি, সেই প্রশ্নও উঠে এসেছে।

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। তার মধ্যেও দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারও এই ম্যাচের তীব্র বিরোধিতা করেছেন। যদিও এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, এই জয় পহেলগাঁওয়ে নিহতদের উৎসর্গ করছেন।

কিন্তু ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া। রবিবার ওপেন করতে নেমে আগ্রাসী ভঙ্গিতে রান তুলতে থাকেন ফারহান। দু’বার তাঁর ক্যাচ পড়ে। দশম ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন। তারপরেই কুখ্যাত সেলিব্রেশন। বন্দুকের মতো করে ব্যাট উঁচিয়ে ধরেন। শূন্যে তিনবার গুলি চালানোর মত ভঙ্গি করেন ফারহান। এই ভিডিও ভাইরাল হতেই পাক ব্যাটারের সমালোচনায় মুখর নেটদুনিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen