বাংলাদেশের সমর্থনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৭: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup 2026) কেন্দ্র করে বিসিবি ও আইসিসির মধ্যকার দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হয়েছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহী বাংলাদেশের সমর্থনে এবার জোরালো অবস্থান নিয়েছে পাকিস্তান।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘ভাইজান’ হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বাংলাদেশের দাবির প্রতি সংহতি জানিয়ে আপাতত তাদের দলের অনুশীলন ও প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিসিবি জানিয়েছে, বাংলাদেশের দাবিগুলো ন্যায্য এবং নিরাপত্তা বা ভেন্যু সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে।

অন্যদিকে, আইসিসি (ICC) ইতিমধ্যেই জানিয়েছে যে শেষ মুহূর্তে ভেন্যু বা গ্রুপ বদল সম্ভব নয়। ২১ জানুয়ারি, বুধবারের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ ভারতে খেলতে না আসে, তবে তাদের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেতে পারে। তবে পাকিস্তানও যদি সরে দাঁড়ায়, সেক্ষেত্রে আইসিসিকে বড়সড় সংকটের মুখে পড়তে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen