ভারতের প্রতিরক্ষা বিষয়ক একাধিক ওয়েবসাইটে সাইবার হামলা পাকিস্তানি হ্যাকারদের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

May 6, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এই আবহে পাকিস্তানি হ্যাকারদের বিরুদ্ধে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠল। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের লগ ইন তথ্য সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

‘পাকিস্তান সাইবার ফোর্স’ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ ও ‘মনোহর পারিক্কর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস’-র সংবেদনশীল তথ্য চুরি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নামের একটি তালিকাও পোস্ট করেছেন হ্যাকাররা। লেখা হয়েছে, ‘হ্যাক করা হয়েছে। তোমাদের নিরাপত্তা আসলে একটা ভ্রান্ত ধারণা। এমইএসের তথ্য এখন আমাদের হাতে।’ মনোহর পারিক্কর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট থেকে ১ হাজার ৬০০ জন ব্যবহারকারীর ১০ জিবিরও বেশি তথ্য চুরি করেছে বলে দাবি হ্যাকারদের।

আরও জানা গিয়েছে, ‘আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড’-র অফিসিয়াল ওয়েবসাইটও বিকৃত করার চেষ্টা করেছিল হ্যাকার দল। জানা গিয়েছে, হ্যাকাররা ওই সাইটে ভারতীয় ট্যাঙ্কের ছবি সরিয়ে পাকিস্তানের ট্যাঙ্কের ছবি বসিয়ে দেয়। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ‘আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড’-র ওয়েবসাইটকে অফলাইন করে দেওয়া হয়। পাকিস্তানি মদতপুষ্ট হ্যাকাররা এই ধরনের আর কোনও হামলা চালাচ্ছে কি না, জানতে নজরদারি চালাচ্ছে সাইবার বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen