মিথ্যে বলছে পল্লবীর পরিবার! সাগ্নিকের পরিবারের টাকায় কেনা হয়েছে গাড়ি-বাড়ি?

বিভিন্ন সূত্রে দাবি করা হয়, ১৯ হাজার টাকার চাকরি করে দামি অডি গাড়ি চড়তেন সাগ্নিক চক্রবর্তী। রাজারহাটে ৮৬ লক্ষ টাকার ফ্ল্যাটও কিনেছিলেন তিনি। আর এই টাকাটা পুরোটাই দেন পল্লবী।

May 19, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

গত রবিবার ১৫ মে রহস্যমৃত্যু ঘটে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র। তাঁর গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। এরপরই শুরু হয় কাদা ছোড়াছুড়ি, জলঘোলা। পল্লবীর মৃত্যুর জন্য আঙুল তোলা হয় তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিকের দিকে। গ্রেপ্তারও হন তিনি।

বিভিন্ন সূত্রে দাবি করা হয়, ১৯ হাজার টাকার চাকরি করে দামি অডি গাড়ি চড়তেন সাগ্নিক চক্রবর্তী। রাজারহাটে ৮৬ লক্ষ টাকার ফ্ল্যাটও কিনেছিলেন তিনি। আর এই টাকাটা পুরোটাই দেন পল্লবী। এই অভিযোগের পর অবশেষে মুখ খুললেন সাগ্নিকের মা, সন্ধ্যা চক্রবর্তী। তাঁর দাবি, অডি গাড়ি কেনার জন্য সাগ্নিককে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই গাড়িই এখন ব্যবহার করছে পল্লবীর পরিবার।

সন্ধ্যা দেবীর আরও দাবি, রাজারহাটের ফ্ল্যাটটা কেনার টাকাও দিয়েছিল সাগ্নিকের পরিবার। ৪৩ লক্ষ টাকা নগদ ও বাকি টাকা লোন নিয়ে ওই ফ্ল্যাট কেনা হয়। এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান সাগ্নিকের মা।

উল্লেখ্য, আগামী ২৬ তারিখ পর্যন্ত সাগ্নিকের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen