পল্লবীর রহস্যমৃত্যুতে নতুন মোড়, জামিন পেলেন না সাগ্নিক, জেরা এড়ালেন ঐন্দ্রীলা

পুলিস হেফাজতে থাকাকালীন সাগ্নিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর ফলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পল্লবীর মৃত্যু ঘিরে। নাম জড়ায় ঐন্দ্রিলা মুখার্জি নামে আর এক ‘ঘনিষ্ঠ বন্ধু’র।

May 30, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

পল্লবী দে’র রহস্যজনক মৃত্যুর পর গ্রেপ্তার হন অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী। আজও জামিন পেলেন না পুলিস হেফাজতে থাকা সাগ্নিক। আলিপুর আদালতের নির্দেশে তাঁকে এবার পাঠানো হল জেল হেফাজতে।

পল্লবীর রহস্যজনক মৃত্যুর পর ১৮ মে সাগ্নিককে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৩ জুন পর্যন্ত জেল কাস্টডিতে থাকতে হবে সাগ্নিককে। ৮ দিনের পুলিস হেফাজতে থাকার পর এবার জেল কাস্টডির নিজেদের দেন আলিপুর আদালতের বিচারক।

পুলিস হেফাজতে থাকাকালীন সাগ্নিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর ফলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পল্লবীর মৃত্যু ঘিরে। নাম জড়ায় ঐন্দ্রিলা মুখার্জি নামে আর এক ‘ঘনিষ্ঠ বন্ধু’র। রবিবার ঐন্দ্রিলা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিস। কিন্তু শারীরিক অসুস্থতার অছিলায় সেই হাজিরা এড়িয়ে যান ঐন্দ্রিলা।

প্রসঙ্গত, গত ১৫ মে গড়ফা থানা এলাকায় একটি ফ্ল্যাটে পল্লবীর ঝুলন্ত দেহ দেহ উদ্ধার হয়। তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen