ফের অতিমারি! হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

২০ বছর পরেও আসতে পারে বা আগামীকালও আসতে পারে। কিন্তু এর আগমন অনিবার্য। তাঁর এই ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

April 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের অতিমারির কবলে পড়তে চলেছে গোটা বিশ্ব? সেরকমি সতর্ক বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানিয়েছেন, পরবর্তী অতিমারি আসবেই কি সেটা বিচার্য বিষয় নয়, বরং কখন আসবে সেটাই বিষয়। এটি ২০ বছর পরেও আসতে পারে বা আগামীকালও আসতে পারে। কিন্তু এর আগমন অনিবার্য। তাঁর এই ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

হু-এর বৈঠকে তাঁর বক্তব্যে জোর দিয়ে তিনি বলেন, “বিশ্বে পরবর্তী অতমারি কেবল একটি তাত্ত্বিক সম্ভাবনা নয়। বরং এটি বৈজ্ঞানিক দিক থেকে অনিবার্য। অতএব, দেশগুলিকে অবিলম্বে এই আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি থাকতে হবে।”

গেব্রিয়েসাস উল্লেখ করেন যে, বিভিন্ন দেশের সরকার বর্তমানে অতিমারির হুমকিকে উপেক্ষা করে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সঙ্কটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত। বিশ্ব যখন যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে, তখন জনগণ এবং সরকার উভয়ই কোভিডকে অতীত হিসেবে ধরে নিয়েছে। তবে, তিনি জোর দিয়ে বলেন যে, পরবর্তী অতিমারি এই সমস্যাগুলির সমাধানের জন্য অপেক্ষা করবে না। এটি যেকোনও সময় আঘাত হানতে পারে।

গেব্রিয়েসাস কোভিড-১৯ অতিমারির ধ্বংসাত্মক প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কোভিডকালে আনুষ্ঠানিকভাবে ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। যদিও হু-র অনুমান, প্রকৃত সংখ্যাটি ২০ কোটিরও বেশি। বিশ্ব অর্থনীতিও সমানভাবে প্রভাবিত হয়েছিল। বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১০ ট্রিলিয়ন ডলার। এই বিশাল ধ্বংসযজ্ঞ বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এমন একটি বিষয়ে সরকারকে বিলম্ব না করে অগ্রাধিকার দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen