SIR নোটিস ঘিরে আতঙ্ক, মালদহে ‘ভোটাধিকার’ হারানোর ভয়ে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: নাগরিকত্ব আতঙ্কে ঝরল আরও এক প্রাণ! এবার ঘটনাস্থল মালদহের চাঁচল। এসআইআর (SIR) নোটিসকে কেন্দ্র করে এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জলিল আলি। তিনি চাঁচল-২ ব্লকের বলরামপুর এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, স্ত্রী, পুত্র ও পুত্রবধূর নামে আসা শুনানির নোটিস দেখে নাগরিকত্ব ও ভোটাধিকার হারানোর চরম আতঙ্কে ভুগছিলেন বছর ষাটের ওই বৃদ্ধ। সেই মানসিক অবসাদ থেকেই অসুস্থ হয়ে মঙ্গলবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী অভিযোগ করেছেন, SIR-কে হাতিয়ার করে নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপি (BJP) সাধারণ মানুষকে হয়রানি করছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের (TMC) বিরুদ্ধে মিথ্যাচারের পালটা দাবি করেছে। সব মিলিয়ে, বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।